Last Updated: Saturday, February 16, 2013, 12:15
ব্যবস্থা আর প্রাক্তন মন্ত্রীর বঞ্চনায় শর্মা পরিবারের আরও একজনের প্রাণ গেল। গীতিকা শর্মার মৃত্যুর ছ`মাসের মাথায় আত্মহত্যা করলেন তাঁর মাও। গত অগাস্ট মাসে দিল্লির অশোক বিহারের বাড়ি থেকে গীতিকা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুক্রবার সেই ঘরেই গীতিকার মা অনুরাধা শর্মা একই ভাবে নিজের জীবন শেষ করে দেন।